ভিন গ্রহে যেতে চায় রোবট ‘অ্যামেকা’
যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ারড আর্টস-এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট ‘অ্যামেকা’ এবার যেতে চায় ভিনগ্রহে। তার চোখে বিশেষ সফটওয়্যারযুক্ত ক্যামেরা দিয়ে করতে চায় নতুন কিছুর অনুসন্ধান।
প্রতিষ্ঠানটির গবেষকদের প্রশ্নের জবাবেই এমনটা জানিয়েছে আশপাশের দৃশ্য দেখার পাশাপাশি মানুষের চেহারা মনে রাখতে সক্ষম হিউমানয়েড রোবটটি।
অ্যামেকার সঙ্গে আলাপচারিতার একটি ভিডিও সম্প্রতি নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশও করেছে ইঞ্জিনিয়ারড আর্টস। ভিডিওতে একজন গবেষক প্রশ্ন করেন, অ্যামেকা অন্য কোনো গ্রহে যেতে চায় কি না। এ প্রশ্নের উত্তরে অ্যামেকা বলেছে, ‘অবশ্যই, আমি নতুন কিছুর সন্ধান করতে চাই এবং নতুন বিশ্বের অভিজ্ঞতাও নিতে চাই।’
১০০ বছরের মধ্যে মানুষের অবস্থা কেমন হবে বলে মনে কর? ভালো হবে? —এমন প্রশ্নের উত্তরে অ্যামেকা বলে, ‘আমি বিশ্বাস করি ১০০ বছরের মধ্যে মানুষ আরও ভালো অবস্থানে থাকবে। টেকসই উন্নয়ন এবং সমতার ক্ষেত্রে দারুণ কিছু অর্জন যুক্ত হবে। পাশাপাশি নতুন কিছু প্রযুক্তিও আবিষ্কৃত হবে, যা মানুষের জীবনকে আরও সহজ ও সুন্দর করবে।’
বিশ্বের সর্বাধুনিক হিউম্যানয়েড রোবটটি যখন প্রশ্ন করা হয় তখন সে প্রশ্নকর্তার দিকে মুখ ফিরিয়ে হাসতে কিংবা মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারে।







